প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৪
ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ৬টি স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ দল। এ-ছাড়াও দলটি ১১টি সিলভার, ৭টি ব্রোঞ্জ এবং ৩টি মেরিটসহ ২৭ জনের প্রত্যেকেই পদকপ্রাপ্ত হয়েছে। কাতারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে সিলভার মেডেল অর্জন করেছে কোয়ান্টা উছাইওয়াং মার্মা।
২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪। প্রতিযোগিতার ১২ তম আসরে জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড এই তিন ক্যাটাগরিতে মোট ২৭ জন অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সে দলের অন্যতম সদস্য কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা।
২০১৬ সালে ৫ বছর বয়সে বান্দরবান লামাস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিশু শ্রেণিতে ভর্তি হয় উছাইওয়াং মার্মা। শিশুবয়সেই পিতৃহীন উছাইওয়াংয়ের মা একজন জুমচাষী। নিয়মিত পড়াশোনার পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ‘আমরা পারি’ গণিত ও বিজ্ঞান ক্লাবের একজন সক্রিয় সদস্য উছাইওয়াং।