1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

কর্মে ঝাঁপিয়ে পড়ুন।

  • সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১০০০ বার দেখা হয়েছে

আমরা সবাই কিছু না কিছু কাজ করছি প্রতিনিয়ত

হতে পারে সেটা জ্ঞানার্জনের জন্যে, জীবিকার জন্যে,

সংসারের জন্যে বা নিজের জন্যে।

যে কাজটাই আমরা করছি সে কাজটা

আসলে কীভাবে করা উচিৎ?

কাজটাকে কীভাবে দেখা উচিৎ?

কীভাবে কাজ করলে স্রষ্টার রহমত যুক্ত হবে?

কীভাবে কাজ করলে অভিশপ্ত হবে?

আমাদের কাজগুলো আমাদেরকে পরিশুদ্ধ করে

সেটা যে-কোনো কাজ হতে পারে।

নবীজী তার জীবনের প্রতিটি ক্ষেত্র

সফলভাবে পরিচালনা করতে পেরেছিলেন

তিনি প্রতিটি কাজকে গুরুত্ব দিয়ে করেছিলেন।

তিনি সেভাবেই করেছেন যেভাবে কাজের সাথে

স্রষ্টার রহমত যুক্ত হতে পারে।

নিজেকে একটু সময় নিয়ে প্রশ্ন করুন,

যে সারাদিন কী কী কাজ করেন আপনি?

আপনার কাজগুলোকে আপনি কীভাবে দেখেন?

আপনার লক্ষ্য কী?

আপনার কাজের সীমাবদ্ধতাগুলো কোথায়?

আপনার কাজগুলো আপনাকে

বহুদূর নিয়ে যাবে।

আপনার সীমাবদ্ধতাগুলোকে

আপনি অতিক্রম করতে পারবেন।

স্রষ্টা আসলে আপনার চেষ্টাটা দেখবেন।

তিনি যে-কোনো উসিলায় আপনার কাজের

বহুগুণ প্রতিদান দিতে পারেন।

আপনি চেষ্টা করুন, কর্মে ঝাঁপিয়ে পড়ুন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com