ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থতার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে নাটোরে তার বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।’
পলক বলেন, ‘ইন্টারনেটসেবা ব্যাহত হওয়ার সব দায়ভার আমার। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত সারাদেশে সব ধরনের ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। ব্রডব্যান্ড সেবা চালুর পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) ফেসবুক সম্পূর্ণরূপে চালু করা হয়। তবে আজ শুক্রবার প্রায় পাঁচঘণ্টার জন্য ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার বন্ধ রাখা হয়।