1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

গণতন্ত্রের উত্থানপতনে শহীদ আসাদ দিবস একটি উল্লেখযোগ্য দিবস

  • সময় বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৬৯৭ বার দেখা হয়েছে

২০ জানুয়ারি ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১-দফা কর্মসূচির নিয়ে রাজপথে মিছিলে নেমেছিল।যার নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা আসাদ।এক পর্যায়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ।তার স্মরণে ঢাকার আইয়ুব গেটের নাম পরিবর্তন করে নামকরন করা হয় আসাদ গেট।

ঊনসত্তরের গণআন্দোলনে তার আত্মত্যাগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।স্বাধিকারের দাবিতে সোচ্চার সকল শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ের দাবীতে রাজপথে নেমে আসে।
পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। পরবর্তীতে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। পতন হয় স্বৈরশাসক আইয়ুব খাঁনের। এ গণঅভ্যুত্থানের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ডাকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com