গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত ৪টা ১০ মিনিটে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষ ঘটে।
এ সময় ট্রেনটি বাসকে দুমড়েমুচড়ে আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে এক বাসযাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক বাসযাত্রী নিহত হন। আহত হন বাসের আরো কয়েক যাত্রী।
নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি ট্রেনলাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।