কাজে যোগদান দেয় নাই আজকে কারণ গতকালকে তাদের বেতন দিয়েছে কিন্তু সঠিকভাবে স্যালারি বৃদ্ধি করে নাই তার জন্য আজকে কাজে যোগদান না দিয়ে আন্দোলন করতেছে এবং সকল শ্রমিক অফিসের সামনে চলে গেছে. এই শ্রমিক সমাবেশে আমরা দাবিউত্থাপন করেছি। এক মাস হয়ে গেলেও এ বিষয়ে সরকার এখনো সাড়া দেয়নি। শ্রমিকদের দাবি পূরণ করে নাই। বিভিন্ন কল-কারখানায় মজুরি বৃদ্ধিতে আন্দোলনকারী চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য শ্রমিক আহত হয়েছে, গ্রেপ্তারহয়েছে। দ্রব্যমূল্য যে হারে বাড়ানো হয়েছে, সেই হারে মজুরি বৃদ্ধি অথবা দ্রব্যমূল্য কমানোর দাবি অকাট্য।’
”চট্টগ্রাম ইপিজে প্যাসিফিক গ্রুপ এর শ্রমিক আন্দোলন করতেছে”
