1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

জঙ্গিবাদ অন্যতম একটি বৈশ্বিক সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ অন্যতম  একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনা লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্যই এই কাজ করেছে। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে গণমাধ্যম কর্মিদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমরা কখনই বলেনি জঙ্গিদের মূলোৎপাটন করে দিয়েছি। বলেছি এটা বৈশ্বিক সমস্যা, সারাবিশ্বেই জঙ্গি বা টেররিস্টদের অবস্থান সবাই প্রত্যক্ষ করেছে। আদালত পাড়ায় যেটা ঘটেছে এটা পূর্ব পরিকল্পনা মাফিক করা হয়েছে।”
তিনি বলেন, “জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বরেন, “বিএনপি হুঙ্কার দিচ্ছে আগামী ১০ ডিসেম্বর সারাদেশ থেকে লোক নিয়ে তারা ঢাকা দখল করবে। আমি বলতে চাই, আওয়ামী লীগ সব সময় জনগণের সমর্থন ও জনতার শক্তিতে চলে। যারা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময়ই ষড়যন্ত্রের কথা চিন্তা করছে।”
তিনি বলেন, “তারা যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ভাংচুর করতে চায়, জানমালের  ক্ষতি করতে চায়, কিংবা তারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করার সেটা করবে।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com