1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

টাইম ম্যাগজিনের প্রচ্ছদে ‘ডিলিট ফেসবুক?’

  • সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৯০৭ বার দেখা হয়েছে

টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে ঠাঁই পেয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে মার্ক জাকারবার্গের কোনো ছবি নয়, একটি ফোন অ্যাপের চিত্র উঠে এসেছে টাইমের প্রচ্ছদে।

সেখানে জাকারবার্গের মুখের ওপর দেখা যাচ্ছে একটি ‘ডিলিট ফেসবুক’ লেখা আইকন। আইকনের নিচে রয়েছে দুটি অপশন- ‘ক্যান্সেল’ আর ‘ডিলিট’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি, শিশুদের ক্ষতি করা, নিরাপত্তার চেয়ে লাভের দিকে বেশি নজর দেওয়া ও গণতন্ত্র দুর্বল করাসহ নানা অভিযোগ উঠেছে। এসবের মধ্যেই এই প্রচ্ছদ প্রকাশ করল টাইম ম্যাগাজিন।

টাইম ম্যাগাজিন তাদের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করেছে। ছবির ক্যাপশনে লিখেছে, কীভাবে ফেসবুক লাভের চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দেওয়া দলকে সরিয়ে দিয়ে প্রভাব বিস্তার করছে।

ফেসবুকের সিভিক মিসইনফরমেশন টিমের সাবেক প্রডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হিউগেন সম্প্রতি ফেসবুক নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তার ফাঁস করা তথ্যের মাধ্যমেই ফেসবুক নিয়ে এসব বিষয় সামনে এসেছে।

তবে চলতি সপ্তাহের শুরুতে জাকারবার্গ ফ্রান্সেস হিউগেনের এসব তথ্য ‘একদম সত্যি নয়’ বলে দাবি করেছেন।

 

সূত্র: যুগান্তর (৯ অক্টোবর, ২০২১)

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com