1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

ঢাকাস্থ ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) সমিতির মহা মিলন মেলা

  • সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৯৭৭ বার দেখা হয়েছে

আনোয়ার সাদাত ( ময়মনসিংহ প্রতিনিধি)

জন্মগতভাবেই মানুষ সংঘবদ্ধ, এই সংঘবদ্ধতা আসে সাংগঠনিক তৎপরতা থেকে, সাংগঠনিক তৎপরতা থেকেই সংগঠনের সৃষ্টি, সংগঠন তৈরি হয় কিছু মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যেমন – দেশ প্রেম, ভ্রাতৃত্ববোধ, সততা, স্বচ্ছতা, জাবাবদিহিতা ও গণতন্ত্র আর এই সবকিছুর সমন্বয়েই গত ৪৪ বছর আগে গঠিত হয় ঢাকাস্থ ফুলবাড়িয়া(ময়মনসিংহ) সমিতি (রেজিঃ নং ০১০৫০)।
গত ৩ রা জুন শুক্রবার শিল্পকলা একাডেমির ” জাতিয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ঢাকাস্থ ফুলবাড়িয়া বাসীর বিশাল উপস্থিতির সমন্বয়ে অনুষ্ঠিত হয় সমিতির ঈদ পূনঃ মিলনী অনুষ্ঠান মিলন মেলা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলুল হক ( উপ মহা- ব্যবস্থাপক, সোনালী ব্যাংক ( প্রধান কার্য্যালয়)। অনুষ্ঠানের সন্চালনায় ছিলেন জনাব– আহসানুল আলম চন্দন, ও এডঃ গোলাম সারোয়ার খান (জাকির)।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন, ফুলবাড়িয়ার কিছু উজ্জল নক্ষত্র, যথাক্রমে –
জনাব – শামছুল হক- অতিরিক্ত সচিব, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জনাব-
আব্দুল হালিম, পরিচালক প্রশাসন – বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড।
বীর মুক্তিযোদ্ধা জনাব, ইয়াসিন আলী। ডাঃ মোঃ আজহারুল ইসলাম – বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও ম্যানেজিং পার্টনার ডায়াল্যাব ডায়াগনস্টিক সেন্টার। জনাব – ডাঃ এস এম বখতিয়ার কামাল -বিশিষ্ঠ চর্ম ও যৌন বিশেষজ্ঞ ও চেয়ারম্যান – কামাল স্কীন এন্ড হেয়ার সেন্টার।
জনাব- অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম – চেয়ারম্যান, লরেল স্কুল এন্ড কলেজ। জনাব মোস্তফা কামাল আকন্দ
পরিচালক কোষ্ঠ ট্রাষ্ট বাংলাদেশ। জনাব- মোতালেব হোসেন, উপ- পরিচালক, ডিএসকে হাসপাতাল, দূস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। জনাব-
মাহফিজুর রহমান বাবুল, বিশিষ্ট রাজনীতিবিদ।
জনাব ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ, চেয়ারম্যান – ৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদ।
জনাব- মাজহারুল ইসলাম সবুজ -ব্যবস্থাপনা পরিচাক, কুইক এ্যাপারেলস লিঃ। জনাব-মোঃ হারুন অর রশীদ-ম্যানেজিং ডিরেক্টর টপ কটন লিঃ। জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ (ডিবি)।
জনাব- আশরাফ ছরোয়ার খান রিপন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন। জনাব- আব্দুর রহমান আব্দুল্লাহ -সমাজ কল্যাম সম্পাদক, বংগবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল।
জনাব – নাজমুস সায়াদাত (নাজমুল) (বিশিষ্ঠ ব্যবসায়ী)।
জনাব- মোকাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী। জনাব- রুস্তম আলী – সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যান সমিতি । জনাব-আবু সাঈদ খান, পুলিশ কর্মকর্তা।জনাব – তারেক আল- আজিজ, প্রভাষক- গাজীপুর জেলা কলেজ সহ প্রায় দুই শতাধিক ফুলবাড়িয়ার কৃতি সন্তানেরা। অনুষ্ঠানে বক্তারা ফুলবাড়িয়া বাসীর ভবিষ্যৎ পরিকল্পনা স্বরুপ বেকার মুক্ত ফুলবাড়িয়া গড়ার আশ্বাস সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে আয়োজনের মধ্যে আরো আকর্ষণীয় ছিল রেফেল ড্র নৈশভোজ ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অবশেষে ঢাকাস্থ ফুলবাড়িয়া বাসীকে নতুন ওয়েব সাইটের মাধ্যমে সকল তথ্য পূরনের মাধ্যমে সদস্যপদ নিশ্চিত করার আহ্বান ও অতিসত্তর আরেকটি মহামিলনের আশ্বাস দিয়ে মাননীয় সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com