1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ধুনটে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষতি

  • সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৭২১ বার দেখা হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর তিনমাথা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর তিনমাথা বাজার এলাকায় গোলাম মোস্তফার মেসার্স দুই বোন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে উন্মুক্তভাবে গ্যাসের সিলিন্ডার, ডিজেল, পেট্রোল, কেরোসিন তেল বিক্রি করেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মেসার্স তিন ভাই ট্রেডার্সের মালিক আবু সাইদের ফিড মেডিসিনের দোকান, মেসার্স দুই বোন ট্রেডার্সের মালিক গোলাম রব্বানীর সার, বীজ-কীটনাশকের দোকান, দেলবর হোসেনের ভাই ভাই স্টেশনারি-কসমেটিক্সের দোকান, মিজানুর রহমানের ফল ভাণ্ডার এবং অনিল হেয়ার কাটিংয়ের মালিক গৌতম চন্দ্র শীলের দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ধুনট ও শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, গোলাম মোস্তফার মেসার্স দুই বোন ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতা করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com