নরসিংদীর মাধবদী পৌরসভার সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন, মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও বালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)। দুজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।