1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ড শুরু ১২ জানুয়ারি

  • সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৯৭৯ বার দেখা হয়েছে

আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি নিউ ইয়র্কে ভার্চুয়াল ও ফিজিক্যাল উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল খাতের সর্ববৃহৎ প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড। করোনাভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে এমন আয়োজনের কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। মেসে ফ্রাঙ্কফুর্ট নর্থ আমেরিকা করোনা মহামারিতে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল মাধ্যমে প্রদর্শনী আয়োজনের ব্যবধান ঘোচাতে নতুন উদ্যোগ নিয়েছে।

জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও পপ-আপ সোর্সিং শোকেসের মাধ্যমে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে করোনার কারণে গ্রীষ্মকালীন প্রদর্শনী জুলাইতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

পপ-আপ সোর্সিং হলো প্রদর্শনীস্থলে বিভিন্ন কম্পানির পণ্য প্রদর্শন করা হবে। তবে তাদের প্রতিনিধিরা সেখানে থাকবেন না। প্রদর্শনী কেন্দ্রে আসা দর্শনার্থী বা ক্রেতারা কাপড় বা বস্ত্র যাচাই করতে পারবেন। অন্যদিকে তারা প্রতিটি পণ্যের সঙ্গে থাকা কিউ আর কোড থেকে পণ্যটি সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে তারা পণ্য প্রস্তুতকারী কম্পানির সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলতে পারবেন।

এর পরের টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিং ইউএসএ আগামী বছরের জুলাইতে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com