ফরিদপুর সদর উপজেলার একটি জলাধারে আটকে পড়া বিরল প্রজাতির মিঠাপানির কুমিরটি অবশেষে ধরা পড়েছে। সোমবার (৯ আগস্ট) বেলা তিনটার দিকে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দারা কুমিরটিকে আটক করেন। এর আগে গত ২৪ জুলাই জলাধারে কুমিরটি গ্রামবাসীদের চোখে পড়ে। ২৮ ও ২৯ জুলাই বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের উদ্যোগে কুমিরটি উদ্ধারে দুই দফা অভিযান চলে। কিন্তু ধরা যায়নি। এরপর আটকা পড়ার আগপর্যন্ত কুমিরটিকে একনজর দেখার জন্য জলাধারের পাড়ে শত শত মানুষ এসে বসে থাকত। কুমিরটি আটকের খবর পেয়ে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাতেই ফরিদপুরে আসে। কুমিরটি ঠাঁই হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে।