আগামী দুই বছরে ৫ থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম জায়ান্ট নোকেয়া। ফাইভজিতে বিনিয়োগ বৃদ্ধির নতুন পদক্ষেপ হিসেবে এই কঠোর পথে হাঁটতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। খবর টেকডটনেট ও ডিজিবাংলা। জি নিউজের তথ্য অনুযায়ী এশিয়ায় নোকিয়ার কর্মী সংখ্যা ২০ হাজার ৫১১। এর মধ্যে ভারতে রয়েছে ১৫ হাজার। দেশটিতে গত বছরের তুলনায় নোকিয়ার আয় কমে গেছে এক হাজার ৩৪৮ মিলিয়ন ইউরো থেকে ৯৪৪ ইউরোতে। এমন অবস্থায় দেশটিতে আগামী বছরগুলোতে এক থেকে দেড় হাজার কর্মী ছাঁটাই হতে পারে। এছাড়া ফিনল্যান্ডে ছাঁটাই হতে পারেন ৩০০ জন কর্মী। ফ্রান্সেও গত বছর চাকরি হারিয়েছেন প্রায় এক হাজার কর্মী। শুধু ভারত নয়, বিশ্বজুড়ে আয় কমেছে নোকিয়ার। দেখা গেছে, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে ২০১৯ সালের তুলনায় গতবছর আয় বৃদ্ধি হলেও ভারতসহ, ফিনল্যান্ড, চীন এবং অন্যান্য দেশে নোকিয়ার আয় কমের দিকে।