1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

  • সময় শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৯০৬ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না মেলায়।

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। মেলায় অধিকাংশ ক্রেতা-দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকে মেলায় আসছে। একই সঙ্গে মেলা শেষ হওয়ার সময় এগিয়ে আসছে তাই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই কুড়িলে মেলাগামী বিআরটিসি বাসের টিকিটের জন্য মানুষজনের লম্বা সারি। বাস থেকে নেমে মেলা প্রাঙ্গণে পৌঁছাতেই দর্শনার্থী ও ক্রেতাদের আরও কয়েকগুণ ভিড় দেখা যায়। মুখে মাস্ক পরে লাইনে দাঁড়িয়ে দলবেঁধে দর্শনার্থীরা প্রবেশ টিকিট কেটে আসছেন। অনেকে কেনাকাটা শেষ করে স্টলের বাইরে বসে বিশ্রাম নিচ্ছেন। অনেককেই মাস্কবিহীন ঘুরে বেড়াতে দেখা গেছে।

মিরপুর থেকে বাণিজ্যমেলায় আসা লুৎফুর নাহার বেগম বলেন, বাণিজ্য মেলায় এখন প্রচুর মানুষ। আমি এসেছি কিছু ক্রোকারিজ পণ্য কিনতে। কিছু কিনেছি, আরও কিছু কিনব ছাড় দেখে।

বাণিজ্যমেলায় আসা সোহাগ মির্জা বলেন, মেলা শেষের দিকে এসেছে তাই আজকে এসেছি। প্রতি বছরই মেলায় একাধিকবার গিয়েছি এবং কেনাকাটা করেছি। এবার মেলা শহর থেকে অনেক দূরে হওয়ায় যাতায়াতের অনেক কষ্ট। একবারও না আসলে কেমন লাগছিল নিজের কাছে, তাই কষ্ট হলেও এসেছি মেলায় ঘুরে দেখতে। যদি পছন্দ হয় এবং দামে সাশ্রয়ী হয় তাহলে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনব।

নীলকান্তা প্রসাধনী স্টলের মালিক রোকসানা নীলা বলেন, মেলার শুরুর পর থেকে আজ সর্বোচ্চ ক্রেতা দেখছি। ভালো কেনাবেচা হচ্ছে। এত মানুষের মধ্যে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com