বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের করোনার প্রকোপ বাড়লেও ব্রাজিলে তা রেকর্ড সৃষ্টি করেছে। গত একদিনে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে প্রায় ৮৫ হাজার মানুষ।করোনার ভয়াবহতা প্রমাণের জন্য এই পরিসংখ্যানটাই যথেষ্ট। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলে কিছুদিন থেকে ব্রাজিলে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৯৯৬ জন। ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন।এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন। মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জন। বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। এবং ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৫১ জন।