1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের উত্তরাঞ্চলসহ ভুটান ও সিকিমের কিছু অংশ

  • সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৬৬০ বার দেখা হয়েছে

বাংলাদেশের উত্তরাঞ্চলের সাত জেলাসহ ভুটান ও সিকিম সীমান্তের কিছু অংশ গতকাল ভূমিকম্পে কেঁপে উঠেছে। এ কম্পন ছিল মৃদু।তবে ভুটান-সিকিমের চেয়ে বাংলাদেশে এর কম্পন ছিল জোরালো। গতকাল রাত ৯টা ১৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, করোনাকালে ভূমিকম্পের রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের আট জেলা কেঁপে উঠল।রাত ৯টা ২০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ রিখটার স্কেল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রংপুর আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের সীমান্তবর্তী সানজিদে।ভূগর্ভ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

করোনার কারণে লকডাউন থাকায় ভূমিকম্পে রাস্তায় লোকজনকে বের হতে দেখা যায়নি।এ ছাড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে ভুটানের পশ্চিমাঞ্চল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, সিকিমের পূর্বাঞ্চলে রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com