পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই অভিনেতাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে আলোচনায় বসতে চায় মেডিকেল বোর্ড। প্রবীণ এ অভিনেতার চিকিৎসার জন্য কলকাতার বেলভিউ নার্সিং হোমের গঠিত চিকিৎসক বোর্ডের প্রধান জানান, তার শরীরে পটাশিয়াম ও সোডিয়ামের তারতম্য ঘটছে।
প্লাটিলেটের সংখ্যা কমে যাচ্ছে। মাঝেমধ্যে তাকে দেওয়া হচ্ছে বাইপ্যাপের সাপোর্ট।
করোনা আক্রান্ত হওয়ার পর চলতি মাসের ৬ তারিখে হাসপাতালে ভর্তি হন কলকাতার এ বর্ষিয়ান অভিনেতা। পরে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও মাঝে উন্নতির কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।