1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

মহাসড়ক ও বড় বড় রাস্তায় টোল আদায়ের নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে

মহাসড়কসহ বড় বড় রাস্তায় টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রীর নির্দেশনা হুবহু তুলে ধরে পরিকল্পনামন্ত্রী উল্লেখ করে বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) ধারণা, বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের এমন মনোভাব সবকিছুতেই সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি না। বিশেষ করে যাদের পকেটে পয়সা আছে, তারা দেয়ই না। এটা আমাদের কালচার, এ থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন বড় বড় যে সড়কগুলো নির্মাণ করছি এগুলোতে টোল আদায় করবো। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আগামীতে ঢাকা-সিলেটে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো থেকে আমরা টোল আদায় করবো। এ সম্পর্কে তিনি বলেছেন। এই টোল আদায় শুধু সরকারের রাজস্ব আদায়ের জন্য নয়,এটা ইয়ারমার্ক অ্যামাউন্ট বৃদ্ধির জন্য। যাতে করে ওই সড়কগুলোর মেরামতে এই টাকা ব্যয় করা যায়। মহাসড়কসহ বড় বড় রাস্তায় টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা হুবহু তুলে ধরে পরিকল্পনামন্ত্রী উল্লেখ করে বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) ধারণা, বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের এমন মনোভাব সবকিছুতেই সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি না। বিশেষ করে যাদের পকেটে পয়সা আছে, তারা দেয়ই না। এটা আমাদের কালচার, এ থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন বড় বড় যে সড়কগুলো নির্মাণ করছি এগুলোতে টোল আদায় করবো। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আগামীতে ঢাকা-সিলেটে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো থেকে আমরা টোল আদায় করবো। এ সম্পর্কে তিনি বলেছেন। এই টোল আদায় শুধু সরকারের রাজস্ব আদায়ের জন্য নয়,এটা ইয়ারমার্ক অ্যামাউন্ট বৃদ্ধির জন্য। যাতে করে ওই সড়কগুলোর মেরামতে এই টাকা ব্যয় করা যায়।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com