রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল রাতে ঢাকায় ও আশেপাশের এলাকায় কালবৈশাখী আঘাত হেনেছে। ঘণ্টায় ৬০ কি.মি, গতিতে বয়ে যাওয়া এ ঝড়ের গতি আরও বাড়তে পারে। বিকেল থেকেই উত্তর পশ্চিমের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। আজ বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবাহওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে। তিনি জানান, কালবৈশাখী ঝড়টি রংপুর, গাইবান্ধা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করেছে।