1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

রাত ৯টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা থাকবে

  • সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৩১৭ বার দেখা হয়েছে
 রোজাদারদের কথা বিবেচনা করে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বিকেল পাঁচটা থেকে বৃদ্ধি করে রাত নয়টা পর্যন্ত করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার (২৫ এপ্রিল) তিনি এ তথ্য নিশ্চিত করেন । চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসেবে আজ দোকানপাট ও শপিংমল খোলা হয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা জানিয়েছে ডিএমপি কমিশনার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের সিদ্ধান্ত ছিল দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় খুলে বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দিতে হবে। রোববার বিকেলের ঘোষণায় সে সময়সীমা বাড়ানো হলো। এখন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট। ঈদকেন্দ্রিক দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলার রাখার সময়সীমা বৃদ্ধি করায় ডিএমপির প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এর আগে হেলাল উদ্দিন বলেছিলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। আমরা মনে করি, ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী। সেজন্য আমরা কখনো তার কাছে আবেদন করে খালি হাতে ফিরিনি। ব্যবসায়ীরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন বলে মনে করছেন হেলাল উদ্দিন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com