লাপাত্তা চিত্রনায়িকা পপি

প্রায় এক বছর হলো আড়ালে চিত্রনায়িকা পপি। বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী—কেউই তাঁর নাগাল পাচ্ছেন না। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না তাঁর হদিস। তাঁর ব্যবহার করা ফোন নম্বরটিও বন্ধ। কোথাও না পেয়ে পপির ফেসবুক ইনবক্সে প্রতিদিনই কেউ না কেউ খুদে বার্তা পাঠাচ্ছেন বা ফোন করছেন। আর এতেই সমস্যায় পড়েছেন পপির ফেসবুক আইডির অ্যাডমিন ঊষা সরদার। শেষে আর না পেরে পপিকে ট্যাগ করে সবার উদ্দেশে একটি  লম্বা স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তাতে লিখেছেন, ‘সবাইকে সালাম, আমি ঊষা সরদার, পপি আপু আমাকে তাঁর বোনের মতো ভালোবাসেন, বিশ্বাস করেন। তাই আমি শুরু থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ম্যানেজ করছিলাম। কিন্তু গত ৪-৫ মাস হলো এই প্রোফাইলের মালিক পপি আপুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাই সবাইকে অনুরোধ করছি, এই অ্যাকাউন্টে কোনো টেক্সট অথবা কল পাঠাবেন না।’

ঊষা সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পপি আপু ফেসবুকের কারিগরি বিষয়গুলো একটু কম বুঝতেন। কোনো সমস্যা হলে আমি দেখে দিতাম। একটা সময় তিনি আমাকে আইডিটি দেখভাল করার জন্য অ্যাডমিন করেন। কিন্তু হঠাৎ করেই বেশ কয়েক মাস ধরে কেউ তাঁকে পাচ্ছেন না। আমিও না। না পেয়ে সবাই ফেসবুকে নক করছেন। কিন্তু আমি তো উত্তর দিতে পারছি না। এত এত নোটিফিকেশন আসে, বিরক্তি হয়ে গেছি। বাধ্য হয়ে তাই এই স্ট্যাটাস দিয়েছি।’

ঊষা বলেন, ‘পপি আপুকে দ্রুতই এই আইডি ফিরিয়ে দিতে চাই। কারণ, অনেক দিন ধরে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তাঁকে খুঁজেও পাচ্ছি না। আবার বন্ধ যে করব, সেটা নিয়েও ভয় পাচ্ছি। কারণ, বন্ধ করার পর যদি আর ফিরে না পাওয়া যায়! তখন আমি পপি আপুর কাছে কী উত্তর দেব। অ্যাকাউন্টটিতে ৭০ হাজারের ওপরে ফলোয়ার আছেন।’

ঢালিউডপাড়ায় অনেক দিন থেকেই গুঞ্জন, এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন পপি। শোনা যায়, রাজধানীতেই সংসার পেতেছেন তিনি! এর মধ্যে ২৮ অক্টোবর চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছড়ায়, পুত্রসন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকা! যদিও এসব খবরের একটারও সত্যতা নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *