সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই
আজকে সন্ত্রাসের বিরুদ্ধে সবাই বলছেন, ওলামারা বলছেন। আমরা ১৯৯৭ বলেছি যে, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
অপরাধীকে শাস্তি দেয়ার দায়িত্ব রাষ্ট্রের, কোনো ব্যক্তির নয়!
ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে অনুমোদন দেয় না।
ইসলাম কোনো ব্যক্তিকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় নি বা কোনো ব্যক্তির হাতে আইন তুলে নেয়ার অনুমতি দেয় নি। আইন প্রয়োগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কেউ অপরাধ করলে শাস্তি দেয়ার দায়িত্ব রাষ্ট্রের, কোনো ব্যক্তির নয়। এটাই ইসলামের শিক্ষা।
কোয়ান্টাম যা খারাপ মনে করে তা নিঃসংকোচেই বলে…
আমরা ১৯৯৭ সালে বলেছি যে, ইসলাম কোনোভাবেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে অনুমোদন দেয় না। আমরা বলার ১০ বছর পর ২০০৭ সালে দেওবন্দ থেকে এই ফতোয়া আসছে। ২০ বছর পর ২০১৬ সালে আমাদের দেশের আলেমরা এই ফতোয়া দিয়েছেন।
বলা যেতে পারে যে, কোয়ান্টাম ২০ বছর এগিয়ে ছিল। এবং আমাদের আলেমরা যদি ২০ বছর আগে এই ফতোয়া দিতেন, তাহলে অনেক মায়ের কোল ভরা থাকত, খালি হতো না।
যে মায়ের ছেলে সন্ত্রাসী কর্মকাণ্ডে গিয়ে নিহত হয়েছে, তার ছেলেটা তো বিভ্রান্ত হয়েছে ধর্মের নামে। আমাদের আলেমরা যদি ২০ বছর আগে ফতোয়া দিতেন, তাহলে হয়তোবা এই ছেলেটা বিভ্রান্ত না-ও হতে পারত।
তো আমরা সবসময়ই সময়ের আগে।
আমাদের প্রজ্ঞা যখন বলে যে, এটা ‘খারাপ’ সেটা নিঃসংকোচে বলি। সত্য বলতে আমাদের কোনো দ্বিধা নাই।
[প্রজ্ঞা জালালি, ০৪ সেপ্টেম্বর, ২০১৯]
