বিশিষ্ট গবেষক ডা. রিচার্ড ডেভিডসন গবেষণা করে দেখেছেন যে, যেসব মানুষ নেতিবাচক চিন্তা ও দুশ্চিন্তায় অভ্যস্ত তাদের ব্রেনের ডানদিকের প্রি-ফ্রন্টাল করটেক্স বেশি কাজ করে। যারা বেশি উদ্যমী, আগ্রহী, সুখী, আত্মতৃপ্ত তাদের বামদিকের প্রি-ফ্রন্টাল করটেক্স বেশি কাজ করে। মেডিটেশন ব্রেনের কাজকে ডানদিকের এই দুঃখ, কষ্ট, হতাশা, নেতিচিন্তা থেকে সরিয়ে বামদিকের ইতিবাচক, সুখী, আত্মবিশ্বাস, উদ্যমী অংশে নিয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় মেডিটেশন মানুষকে দুশ্চিন্তার পরিবর্তে প্রশান্ত, আত্মতৃপ্ত, সুখী ও সুচিন্তায় অভ্যস্ত করে তোলে।
মেডিটেশন কী করে?
মনটাকে পরিষ্কার করে। নেতিচিন্তা থেকে, অহেতুক বিপদ কল্পনা থেকে। শুদ্ধ অন্তর, সুখী মন তখন সমাধানের সূত্রকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুত হয়। নতুন ধারণা, নতুন উপলব্ধি, নতুন সত্য, নতুন পথ সে খুঁজে পায়। মন তাকে বাতলে দেয় সমাধানের পথ।
মহামানব, মুনি, ঋষি, ওলী, বুজুর্গরা এ কারণে মেডিটেশন করতেন। হযরত মুসা (আ), হযরত ঈসা (আ) মেডিটেশন করতেন। রসুলুল্লাহ (স) হেরা গুহায় মেডিটেশন করতেন। মহামতি বুদ্ধ অশ্বত্থ গাছের নিচে ধ্যানস্থ থাকতেন। ধ্যানের গভীরে থাকাকালেই তারা সত্য উপলব্ধি করতে পেরেছেন।
আসলে কমিটি, কমিশন, মিটিং, মিছিল দিয়ে মানুষ আজ পর্যন্ত নতুন কিছু করতে পারেন নি। মানুষ যা আবিষ্কার করেছে তা করেছে এক নীরব মুহূর্তে। বিজ্ঞানী নিউটন আপেল গাছের নিচে বসে মেডিটেশন করেছেন বলেই তিনি ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করতে পেরেছেন। যত ধ্যানী হব, তত সমস্যার জট খুলতে পারব। যত অস্থির হব, তত সমস্যা তালগোল পাকিয়ে যাবে। টেনশন সৃষ্টি হবে। সমস্যা তখন সংকটে রূপ নেবে, তিল থেকে হবে তাল।
প্রত্যকেটা যুগের কিছু সমস্যা, নিজস্ব যন্ত্রণা রয়েছে, নিজস্ব কষ্ট রয়েছে। আধুনিক মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা টেনশন। টেনশনমুক্ত হয়ে জীবনের সত্যকে বোঝার জন্যে কোয়ান্টাম মেথড কোর্স করুন। সমস্যার জট নিজেই খুলতে পারবেন। মেডিটেশন করুন। সমস্যার জট উপড়ে ফেলুন। আপনার জন্যে অপেক্ষা করছে টেনশনমুক্ত এক সফল জীবন।