1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা…

  • সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৩২৯ বার দেখা হয়েছে

আসলে যখন আমরা মানুষের সেবা করি, যখন অন্যের কল্যাণ করি, অন্যের উপকার করি, তখন আসলে আমরা আল্লাহর খেদমত করি, আল্লাহর সেবা করি, আল্লাহর উপকার করি।

রসুলুল্লাহ (স) বলেছেন, বিখ্যাত হাদীস আমরা জানি, শেষ বিচারের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে যে, আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নি। তখন বান্দা বলবে যে, ইয়া আল্লাহ! আপনি তো সমস্ত ক্ষুৎপিপাসার ঊর্ধ্বে। আপনি কীভাবে অভুক্ত থাকেন!

তখন আল্লাহ বলবেন যে, অমুক লোক অভুক্ত ছিল! কিন্তু তুমি তাকে খাবার দাও নি। আল্লাহ বলবেন যে, আমি তৃষিত ছিলাম তুমি পানি দাও নাই।

তখন বান্দা একই কথা বলবে।

আল্লাহ বলবেন যে, অমুক লোক তৃষিত ছিল, তুমি জানতে। তুমি তাকে পানি দাও নাই। আসছিল তুমি তাকে পানি দাও নাই।

আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, বান্দা বলবে ইয়া আল্লাহ! তুমি অসুস্থ কীভাবে হও! তুমি তো সমস্ত রোগশোকের ঊর্ধ্বে। বলবে যে অমুকে অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি তাকে সেবা করো নাই।

তো আসলে আল্লাহ বলি, ভগবান বলি, ঈশ্বর বলি! আল্লাহ-ভগবান-ঈশ্বর কাউকে আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা তাঁর সৃষ্টির সেবা করি, তখন আসলে আমরা তাঁরই সেবা করি এবং তিনিই প্রতিদান দেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com