1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

হাদীস গ্রন্থের পুরো নাম ও সংকলকের পরিচিতি তথ্য উৎস

  • সময় বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৯৫৭ বার দেখা হয়েছে

হাদীসের শেষে রেওয়ায়েতকারী ও হাদীস গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে। গ্রন্থগুলোর পুরো নাম ও সংকলকের পরিচিতি :

বোখারী : সহীহ বোখারী যা বোখারী শরীফ নামে খ্যাত। হাদীসের সংখ্যা ৭,৫৬৩। সংকলক ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা আল বোখারী (৮১০-৮৭০ খ্রিষ্টাব্দ)।

মুফরাদ : আল আদাব আল মুফরাদ। বইটিতে শুদ্ধাচার-সম্পর্কিত ১,৩২২টি হাদীস রয়েছে। সংকলক ইমাম বোখারী।

মুসলিম : সহীহ মুসলিম। হাদীসের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে আল হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারাত আল কুশায়রী আল নিশাপুরী (৮২১-৮৭৫)।

মুয়াত্তা : ইসলামিক আইনশাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই সংকলনটির। হাদীসের সংখ্যা প্রায় ১,৯০০। সংকলক ইমাম মালেক ইবনে আনাস ইবনে মালেক ইবনে আবু আমর আল মাদানী (৭১১-৭৯৫)।

নাসাঈ : সুনান আন-নাসাঈ। হাদীসের সংখ্যা ৫,৭৫৮। সংকলক ইমাম আবু আবদুর রহমান আহমদ ইবনে শোয়াইব ইবনে আলী ইবনে সিনান আন-নাসাঈ (৮২৯-৯১৫)।

আবু দাউদ : সুনান আবু দাউদ। হাদীসের সংখ্যা ৫,২৭৪। সংকলক ইমাম আবু দাউদ সোলায়মান ইবনে আশাস ইবনে ইসহাক আল আজদী আল সিজিস্তানি (৮১৭/১৮-৮৮৯)।

তিরমিজী : জামে আত-তিরমিজী। হাদীসের সংখ্যা প্রায় ৪,৪০০। সংকলক ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা ইবনে মুসা আত-তিরমিজী (৮২৪-৮৯২)।

ইবনে মাজাহ : সুনান ইবনে মাজাহ। হাদীসের সংখ্যা ৪,৩৪১। সংকলক ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযিদ ইবনে আবদুল্লাহ আর-রবী। ইবনে মাজাহ (৮২৪-৮৮৭) নামেই তিনি পরিচিত।

দারিমি : সুনান আল দারিমি। হাদীসের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। সংকলক আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আবদুর রহমান ইবনে ফজল আল দারিমি (৭৯৭-৮৬৯)।

আহমদ : মুসনাদ আহমদ। হাদীসের সংখ্যা ২৮,১৯৯। সংকলক ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ শায়বানী (মৃত্যু ৮৫৫)।

ইবনে খুজায়মা : সহীহ ইবনে খুজায়মা। হাদীসের সংখ্যা প্রায় তিন হাজার। সংকলনটি প্রস্তুত করেন ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজায়মা (৮৩৭-৯২৩)।

তাবারানী : আল মুজাম আল কবির, আল মুজাম আল আওসাত ও আল মুজাম আস-সগীর—এই তিনটি হাদীস গ্রন্থের সংকলক ইমাম আবুল কাসিম সোলায়মান ইবনে আহমদ ইবনে আইয়ুব ইবনে মুতাইয়ির আল লাখমি আশ-শামি আত-তাবারানী আল হাম্বলী (৮৭৪-৯৭১)। তিনটি হাদীস গ্রন্থে মোট হাদীসের সংখ্যা ২৬,৭০০।

ইবনে হিব্বান : সহীহ ইবনে হিব্বান। হাদীসের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। সংকলক ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান আল বুসতি (৮৮৪-৯৬৫)।

বাজ্জার : মুসনাদ আল বাজ্জার। হাদীসের সংখ্যা ৩২৭। সংকলক হাফেজ আবু বকর আহমেদ আল বাজ্জার (মৃত্যু ৯০৪)।

আত-তাবাকাত-উল কুবরা : নবীজী (স), সাহাবা ও তাবেঈনদের জীবনচরিত বর্ণিত হয়েছে এই গ্রন্থে। রচয়িতা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সাদ (৭৮৪-৮৪৫)।

দারাকুতনি : সুনান আল দারাকুতনি। হাদীসের সংখ্যা ৪,৮৩৬। সংকলক ইমাম আবু হাসান আলী ইবনে ওমর ইবনে আহমদ ইবনে মাহদী আল দারাকুতনি (৯১৮-৯৯৫)।

আবু ইয়ালা : মুসনাদ আবু ইয়ালা। হাদীসের সংখ্যা ৭,৫৫৫। সংকলক ইমাম আবু ইয়ালা আল মসুলি (৮২৫-৯১৯)।

বায়হাকি : সুনান আল কুবরা লিল বায়হাকি ও শুআবুল ঈমান। মোট হাদীস সংখ্যা প্রায় ৩৩ হাজার। গ্রন্থ দুটির সংকলক ইমাম আবু বকর আহমদ ইবনে হুসাইন আল বায়হাকি (৯৯৪-১০৬৬)।

হাকেম : মুস্তাদরাক আল হাকেম। হাদীসের সংখ্যা ৯,০৪৫। সংকলক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হাকেম আল নিশাপুরী (৯৩৩-১০১৪)।

নববী : আল আরবাঈন আল নববীয়াহ বা নববীর ৪০ হাদীস। সংকলক ইমাম আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে শরফ আন-নববী (১২৩৪-১২৭৭)।

রিয়াদুস সালেহীন : সিহাহ সিত্তাহ থেকে নির্বাচিত ১,৮৯৬টি হাদীসের এই সংকলনটি প্রস্তুত করেন ইমাম নববী (১২৩৪-১২৭৭)।

আত তারগিব : আত তারগিব ওয়াত তারহিব। হাদীস সংখ্যা প্রায় এক হাজার। সংকলক হাফেজ জাকিউদ্দীন আবদুল আজিম আল মুনজারি (মৃত্যু ১২৫৮)।

মেশকাত : মেশকাত আল মাসাবিহ। হাদীসের সংখ্যা প্রায় ছয় হাজার। সংকলক ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব আল তাবরিযি (মৃত্যু ১৩৪০)।

আশকালানী : বুলুগ আল মারাম মিন আদিল্লাত আল আহকাম। হাদীসের সংখ্যা ১,৩৫৮। সংকলক ইমাম শিহাব আল দীন আবুল ফজল আহমদ ইবনে নূর আল দীন ইবনে হাজার আল আশকালানী (১৩৭২-১৪৪৯)।

আল সুয়ুতি : আল জামে উস-সগীর। হাদীস সংখ্যা ১০,০৩১। সংকলক জালালউদ্দিন আল সুয়ুতি (১৪৪৫-১৫০৫)।

এহিয়া : এহিয়া উলমুদ্দিন। চার ভাগে বিভক্ত ও ৪০টি অধ্যায়ে বিন্যস্ত। ইমাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আত-তুসী গাজ্জালীর (১০৫৮-১১১১) শ্রেষ্ঠ রচনা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com