1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:২২ অপরাহ্ন

হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম আর নেই

  • সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মাওলানা নুরুল ইসলামের ছেলে মাওলানা খালিদ বিন নুর তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে মাওলানা রাশেদ বিন নুর জানিয়েছেন যে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে তার বাবা খুবই ব্যস্ত ছিলেন। অতিমাত্রায় দুশ্চিন্তা ও বিশ্রামহীনতার কারণে হঠাৎ হার্ট অ্যাটাক করেন। এরপর চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

মাওলানা নুরুল ইসলাম ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। ২০২০ সালের ২৬ ডিসেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com