1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

  • সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১০৭৩ বার দেখা হয়েছে

সরকারি চাকরিতে নিয়োগের জন্য একই দিনে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। আজ ‌সোমবার রাতে ক‌মিশনের ওয়েবসাইটে ৪২তম (বিশেষ) এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারিকালে চিকিৎসক সংকট কাটাতে ৪২তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে।

অপরদিকে, ৪৩তম (সাধারণ) বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন পূরণ করে ফি জমা দেওয়া যাবে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।

অপরদিকে, ৪৩তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com