অতীতের নেতিবাচক কাজের ফল যদি বর্তমানে ভোগ করতে হয়। অর্থাৎ খেসারত যদি বর্তমানে দিতে হয় সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত? কী করলে ভবিষ্যতে এমন ভুল থেকে…
– খেসারত দিতে হলে খুব আনন্দিতচিত্তে খেসারত দেবেন। যে আমি এই ভুল করেছি অতএব আমাকে তো এই খেসারত এই কষ্ট স্বীকার করতেই হবে। আল্লাহকে বলবেন, হে আল্লাহ! এই কষ্টের মধ্য দিয়ে আমার যে ভুল, আমার যে পাপ এটাকে তুমি মাফ করে দাও। যা শাস্তি দেয়ার দুনিয়াতে দিয়ে আখেরাতে আমি যেন একেবারে নিষ্পাপ অবস্থায় তোমার কাছে যেতে পারি। তোমার ক্ষমা নিয়ে যেন আমি পরিত্রাণ পেতে পারি। অর্থাৎ ভুল করলে ভুলের যে শাস্তি সে শাস্তিটাকে সহজভাবে নেবেন। এবং এটাই হচ্ছে সত্যিকারের শিক্ষা, প্রজ্ঞার শিক্ষা।