অনলাইনে নিরাপদ থাকুন
প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। সঙ্গে বাড়ছে প্রযুক্তির ওপর নির্ভরশীলতা। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইনে আমাদের সুরক্ষাজালও পরিবর্তন হচ্ছে। অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান পিনড্রপের শীর্ষ নির্বাহী বিজয় বালাসুব্রমানিয়ান জানান, ‘অনলাইনে উপস্থাপিত যেকোনো ব্যক্তিগত তথ্যই আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে হ্যাকার বা প্রতারকরা।’ তিনি আরও বলেন, ‘আপনার ছবি, ভিডিও ও অডিওর মাধ্যমে যে আইডেনটিটি তৈরি হয় এর মাধ্যমে আপনার মতো সম্পূর্ণ আরেকটি ডিজিটাল পার্সোনালিটি তৈরিতে সক্ষম হ্যাকাররা।’
আমাদের তৈরি সবকিছু, শক্তিশালী বিল্ট-ইন নিরাপত্তা প্রযুক্তির দ্বারা সুরক্ষিত থাকে যা স্প্যাম, ম্যালওয়্যার, ভাইরাস ইত্যাদির ঝুঁকি শনাক্ত ও ব্লক করার মাধ্যমে আপনার কাছে সেগুলি পৌঁছাতে বাধা দেয়। আমরা এই নিরাপত্তা প্রযুক্তি আমাদের পার্টনার ও প্রতিদ্বন্দ্বীদের সাথে শেয়ার করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের উন্নতি এবং অনলাইনে সকলকে সুরক্ষিত রাখতে সাহায্য করি।
১। অ্যাপসের নিরাপত্তা, প্রয়োজনীয়তা নিশ্চিত হয়ে ডাউনলোড করুন।
২। বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অ্যাপভিত্তিক বাহনগুলো ব্যবহারের আগে তাদের সার্ভিস, শর্তসমূহ জেনে নিন।
৩। লেনদেনের ক্ষেত্রে ভার্চুয়াল ডকুমেন্টের চেয়ে বাস্তব ডকুমেন্ট রাখার ব্যাপারে সচেতন হোন
৪। অনলাইনে কোনো তথ্য বা ছবি বা ভিডিও দেখলেই তাকে সত্য হিসেবে গ্রহণ না করে এর উৎস এবং সত্যতা আগে নিজে যাচাই করুন।
৫। পাসওয়ার্ড সেট করার সময় বর্ণ (ছোট ও বড়) সংখ্যা মিলিয়ে কমপক্ষে ৮ অক্ষরের বেশি অক্ষরবিশিষ্ট পাসওয়ার্ড সেট করুন।
৬। অন্যের কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল দিয়ে কোনো ওয়েবসাইটে লগ ইন করলে কাজশেষে নিশ্চিত হোন যে লগআউট করেছেন।
৭। ক্রিপটো কারেন্সি, বিটকয়েন জাতীয় অনলাইন লেনদেন পেমেন্ট সিস্টেম পরিহার করুন। মনে রাখবেন প্রতারণা করা খারাপ। কিন্তু প্রতারিত হওয়া অসম্মানের।
অনলাইন শপিংয়ে মেনে চলুন-
বিক্রেতা হিসেবে
৮। পণ্যের অতিরঞ্জিত বা মিথ্যা ছবি/বর্ণনা দেয়া থেকে বিরত থাকুন।
৯। ক্রেতার প্রাইভেসি ও নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকুন। ক্রেতা যাতে কোনোরকম হয়রানির সম্মুখিন না হয়, সে বিষয়ে উদ্যোগী হন।
১০। পণ্য সময়মতো এবং সততার সাথে ক্রেতার কাছে পৌঁছে দিতে সচেতন থাকুন।
ক্রেতা হিসেবে
১১। প্রয়োজন ছাড়াই অনলাইন সাইটগুলোতে পণ্য দেখার অভ্যাস (উইন্ডো শপিং) সম্পর্কে সচেতন হোন। চাকচিক্য বা ছাড় দেখেই পণ্য কিনতে ঝাঁপিয়ে পড়বেন না।
১২। প্রতারকের ফাঁদে পড়বেন না। যে সাইট থেকেই কিনছেন তাদের নিয়মাবলি পড়ুন ও অনুসরণে সচেষ্ট হোন। সাইট ও বিক্রেতার নির্ভরযোগ্যতা খতিয়ে দেখুন। বিক্রেতার সাথে যোগাযোগ লেনদেন পণ্য বুঝে নেয়া প্রতিটি পদক্ষেপে সচেতন থাকুন। বিচারবুদ্ধি প্রয়োগ করুন।