1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

অনলাইন শপিং ॥ আপনি যখন বিক্রেতা/ ক্রেতা

  • সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ১০১৭ বার দেখা হয়েছে
অনলাইন শপিং ॥
আপনি যখন বিক্রেতা
পণ্যের অতিরঞ্জিত বা মিথ্যা ছবি/ বর্ণনা দেয়া প্রতারণা। এ থেকে বিরত থাকুন।
ক্রেতার প্রাইভেসি ও নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকুন। ক্রেতাকে কোনোরকম হয়রানির শিকার যেন হতে না হয় সেজন্যে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হোন।
পণ্যের মূল্য, মান ও গুণ দিয়ে ক্রেতার আস্থা অর্জনের চেষ্টা করুন। দীর্ঘমেয়াদে আপনি লাভবান হবেন।
অনলাইন শপিং ॥
আপনি যখন ক্রেতা
প্রয়োজন ছাড়াই অনলাইনে পণ্য দেখা অভ্যাসে পরিণত করবেন না। চাকচিক্য বা ছাড় দেখেই পণ্য কিনতে ঝাঁপিয়ে পড়বেন না।
প্রতারকের ফাঁদে পড়বেন না। ভুয়া বা ভুইফোঁড় নয়, নির্ভরযোগ্য/ অথেনটিক ওয়েবসাইট থেকে নিয়ম বা শর্তাবলি পড়ে তারপর কিনুন।
বিক্রেতার সাথে যোগাযোগ, লেনদেন, মানসম্পন্ন পণ্য বুঝে নেয়াসহ প্রতিটি ধাপে সচেতন থাকুন ও কমন সেন্স প্রয়োগ করুন।
মূল্যছাড়ে যা অনলাইন থেকে কিনছেন, হতে পারে বাজারে তার দাম আরো কম।
তাই যাচাই করে নিন দরদামে ঠকছেন কিনা।
পণ্যের মান স্ক্রিনের ছবিতে বোঝা অনেক সময় সম্ভব নয়। তাই ডেলিভারির সময় দেখে নিন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com