1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

অনুষ্ঠিত হলো এইচসিএসবি ফ্যামিলি ডে ২০২২

  • সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০২৬ বার দেখা হয়েছে

আনোয়ার সাদাত- ময়মনসিংহ  প্রতিনিধি:

আরমানুল ইসলাম ইমন- ঢাকা প্রতিনিধি:

দেশের পোশাক শিল্পে কর্মরত মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন এইচআর এন্ড কমপ্লায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) এর আয়োজনে ‘এইচসিএসবি ফ্যামিলি ডে ২০২২’ গত শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) ঢাকার উত্তরাস্থ ফ্যান্টাসি আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনে সংগঠনটির নিবন্ধিত সদস্যসহ অনেকেই স্বপরিবারে অংশগ্রহণ করেন।

 

সারাদিন ব্যাপী উৎসবমূখর নানা আয়োজনের মধ্যে ছিলো  সকালের নাস্তা, দুপুরের খাবার, এইসসিএসবি’র লোগো সম্মলিত টি শার্ট, এইসসিএসবি প্রত্যয়ী ম্যাগাজি, খেলাধুলা, আলোচনা সভা, লটারী, উপহার বিতরণ ও মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এইচসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব আনোয়ার সাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডিজাইন এগ্রো পার্ক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাজিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুপডট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, এনট্রাষ্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান, সাষ্টেন্যাবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশের প্রধান নির্বাহী জনাব আব্দুল আলিম, এইচসিএসবি’র প্রধান উপদেষ্টা ও সিসিএস এর ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ লিনজু ও আলজি বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব নাজমুল হক তুষার।

উপস্থিত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

 

বক্তারা এইচসিএসবি’র এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনের চলার পথেও সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আলোচনা অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ এইচসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও টিম এইসসিএসবির সদস্যগণ যথাক্রমে -মোঃ আনোয়ার সাদাত, ইমরানুল ইসলাম, সোহেল রানা, এম সাখাওয়াত হোসেন হিমেল, রবিউল ইসলাম আপেল, টিপু সুলতান এবং কালিমুল্লাহ কালিমকে সম্মাননা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানটি সফলতার নেপথ্যে  সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রেখেছেন জনাব রাকিবুল ইসলাম, জিল্লুর রহমান,  হান্নান প্রামানিক,  সহ বেশ কয়েকজন এইসসিএসবির নিবেদিত প্রান।

এরপর, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও রাকিব চৌধুরী  গান গেয়ে উপস্থিত সকলকে বিমোহিত করেন। শেলিনা জলি (অভিনেত্রী মাই টিভি) ও স্বর্নালী স্বর্নার নৃত্য পরিবেশনায় নেচে-গেয়ে, হাসি-আনন্দে ফ্যামিলি ডে পরিনত হয় দারুন এক মিলনমেলায়।

লটারী আয়োজন ছিলো এই ফ্যামিলি ডে’র বিশেষ আকর্ষণ। প্রথম ৩০ জন বিজয়ীদের মধ্যে তুলে দেয়া আকর্ষণীয় পুরষ্কার।

 

পরিশেষে,  এইসসিএসবির আসন্ন প্রতিপাদ্য Change & Challenge কে সামনে রেখে সবাই হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে টিমএইসিএসবি

সবার সার্বিক কল্যান কামনা করে  ফ্যামিলি ডে ২০২২  আয়োজনের সমাপ্তী ঘটে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com