1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

অবশেষে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় ট্রাম্প

  • সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১০৮১ বার দেখা হয়েছে

অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সংস্থাগুলোর এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, মন্ত্রিসভা গুছিয়ে আনছেন মার্কিন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত মনোনীত করেছেন তিনি। প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেবেন এভ্রিল হেইন্স।

মার্কিন নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পর এবার প্রশাসন গোছানোর কাজে হাত দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নামের গুঞ্জনের মধ্যেই সোমবার এক বিবৃতিতে বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সাবেক সিআইএ’র উপ-পরিচালক এভ্রিল হেইন্সকে নবগঠিত প্রশাসনে যুক্ত করার ঘোষণা দেন। জলবায়ু বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে কাজ করবেন জন কেরি। অন্যদিকে প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগকে নেতৃত্ব দেবেন হেইন্স। এই দুই কূটনীতিকের নাম ঘোষণার মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন।

দায়িত্ব নিয়ে অর্থনৈতিক মন্দা ও করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সঙ্গে নিয়ে মার্কিন মেয়রদের এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে অবশেষে ক্ষমতা হস্তান্তরে কিছুটা নমনীয় হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে এরইমধ্যে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com