পাকিস্তান দলের দুই বর্ষীয়ান তারকা মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক কবে অবসর নেবেন— সে প্রশ্ন অনেক দিনের।
অবসর নেওয়ার নামগন্ধও পাওয়া যাচ্ছে না অলরাউন্ডার শোয়েব মালিকের মুখে।
তবে অবসর নিয়েই নিলেন আরেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। তবে ব্যাট-বল এখনই তুলে রাখছেন না তিনি। পিএসএল, এলপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছু দিন দেখা যাবে তাকে।
পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণ মনোযোগ দেন। পাকিস্তানের হয়ে প্রায় নিয়মিতই খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। ৪১ বছর বয়সেও তরুণদের চাইতে দুর্দান্ত খেলেছেন। এর পরও তাকে দলে রাখা নিয়ে নানা সময়ে নানা কথা ওঠে। বারবারই ফর্ম দিয়ে জবাব দিয়েছেন ‘পাকিস্তানের প্রফেসর’খ্যাত তারকা।
১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেট। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি।