1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ১০ মার্চ

  • সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৬৯তম (অধিবর্ষে ৭০তম)দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯৫৬ : বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সোয়াজিল্যান্ড।
১৯৭৪ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।

জন্ম
১৮১০ : স্যামুয়েল ফার্গুসন, আইরিশ কবি।
১৯২৩ : ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ, নোবেলজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৪৪ : সমরেশ মজুমদার, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।
১৯৫০ : মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।

মৃত্যু
১৯৪০ : রুশ নাট্যকার ও ঔপন্যাসিক মিখাইল বুলগাকভ।
১৯৭২ : সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ।
১৯৮০ : বাঙালি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ।
২০০৩ : নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী।
২০১২ : নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, বাংলাদেশ
আজ ১০ মার্চ। ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’। আমাদের দেশে প্রতি বছর এ দিবসটি উদযাপন করা হয়। এ বছর এ দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’।

আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস থাকা সত্বেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কেননা, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগের আঘাতে আমাদের দেশে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতি হয়। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানান কর্মসূচি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com