1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

ইতিহাসের পাতায় ১৯ জানুয়ারি

  • সময় রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ১৯তম দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮৪০ : নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।
১৮৮৩ : টমাস এডিসন প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৮৯৩ : ইবসেনের নাটক ‘দ্য মাস্টার বিল্ডার’ প্রথম মঞ্চস্থ হয়।
১৯২৬ : মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯৬৬ : ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

জন্ম
১৭৩৬ : জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী।
১৮০৯ : এডগার অ্যালান পো, মার্কিন লেখক।
১৮১৩ : হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক।
১৯৩১ : ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।
১৯৩৫ : সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার।

মৃত্যু
১৮৮৬ : বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্করত্ন।
১৯০৫ : ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৯২৬ : বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
১৯২৭ : ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু।
১৯৭৮ : বাঙালি নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য।
১৯৯২ : বাঙালি গায়ক ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

ওস্তাদ বাহাদুর হোসেন খান
ওস্তাদ বাহাদুর হোসেন খান ছিলেন একজন বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। তিনি উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আয়েত আলী খাঁ এবং চাচা আলাউদ্দিন খাঁ।

জন্মগ্রহণ করেন ১৯৩১ সালের ১৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে। মায়ের নাম উমর উন-নেসা। ছয় ভাইবোনের মধ্যে বাহাদুর পঞ্চম। বড় ভাই প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবেদ হোসেন খান ও ছোট ভাই সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী শৈশব থেকেই তিনি সঙ্গীত সাধনায় মগ্ন হন।

বাবার হাতে সরোদে হাতেখড়ি হয়। পরে সঙ্গীতে উচ্চশিক্ষার জন্যে চাচা আলাউদ্দিন খাঁর কাছে দীর্ঘ ২০ বছর সরোদের তালিম গ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে যোগ দেন। সেখানে দুই বছর থাকার পর ১৯৫১ সালে বম্বে চলে যান। সেখানে তিনি নৃত্যশিল্পী শান্তি বর্মণের ‘লিটল ব্যালে ট্রুপ’-এর সঙ্গীত পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৬০ সালে ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রে তিনি জ্যোতিরিন্দ্র মিত্রের সহকারী সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুবর্ণ রেখা’ দিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন। পরবর্তীতে তিনি ‘নতুন পাতা’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্যে তিনি বিশেষ সম্মান লাভ করেন। তাঁর সুর ও সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ত্রিসন্ধ্যায়, যেখানে দাঁড়িয়ে, শ্বেত ময়ূর, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্কো আর গপ্পো, অমাবস কি চান্দ ইত্যাদি উল্লেখযোগ্য।

ওস্তাদ বাহাদুর হোসেন খান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ও যামিনী রায়ের ওপর নির্মিত প্রামাণ্য চিত্রের আবহ সঙ্গীত পরিচালনা করেন। কয়েক বছর তিনি কলকাতা ও ক্যালিফোর্নিয়ায় আলী আকবর কলেজ অব মিউজিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যাপনা করেন।

ওস্তাদ বাহাদুর হোসেন খান ১৯৮৯ সালের ৩ অক্টোবর মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com