1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ২১ নভেম্বর

  • সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩২৫তম (অধিবর্ষে ৩২৬তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮৭৭ : টমাস এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।
১৯০৮ : বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।
১৯৪৭ : স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।
১৯৭১ : বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।

জন্ম
১৬৯৪ : ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।
১৯২১ : ড. হীরালাল চৌধুরী, প্রণোদিত প্রজননের জনক, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।
১৯৬৬ : কবির বকুল, বাংলাদেশি গীতিকার।

মৃত্যু
১৯৭০ : নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন।
১৯৭৪ : শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী।
১৯৯৬ : নোবেলজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আবদুস সালাম।

বিশ্ব টেলিভিশন দিবস
বিশ্ব টেলিভিশন দিবস আজ। ১৯২৬ সালে ২১ নভেম্বর এই দিনে টেলিভিশন উদ্ভাবন করেন জন লোগি বেয়ার্ড। তার এই উদ্ভাবনের প্রতি শ্রদ্ধা জানাতেই ১৯৯৬ সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। টেলিভিশনই প্রথম বিশ্বটাকে মানুষের ঘরের মধ্যে এনেছিল। এ যন্ত্রের মাধ্যমেই তথ্য ও বিনোদনের বিস্ময়জাগানিয়া অগ্রগতি ঘটে।

সশস্ত্র বাহিনী দিবস, বাংলাদেশ
আজ ২১ নভেম্বর । সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। অতঃপর ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। এ আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এর পরিসমাপ্তি ঘটে।

এ দিন ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণসহ দেশের বিভিন্ন সেনা, নৌ ও বিমানঘাঁটিতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। টিভি মিডিয়াতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয় বিশেষ ক্রোড়পত্র। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদযাপন করা হয়।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com