1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি

  • সময় রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৩তম দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯০১ : রানী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া।
১৯২০ : নিউইয়র্ক শহরে গ্র্যান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়।
১৯৩৫ : যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।
১৯৮৯ : সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন ডি অনার প্রদান।

জন্ম
১৮৮২ : জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও কবি।
১৮৮৬ : উইলিয়াম রোজ বেনেট, মার্কিন কবি ও লেখক।
১৯১৫ : খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক।
১৯৩৬ : সুমিতা দেবী, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৩৯ : ডেল টমাস মর্টেনসেন, অর্থনীতিতে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
১৯৩৯ : হাসান আজিজুল হক, বাংলাদেশি গল্পকার ও কথাসাহিত্যিক।
১৯৪৪ : মোহাম্মদ আলী সিদ্দীকী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী
১৯৫৩ : হামিদুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত।
১৯৬৮ : আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।
১৯৮৭ : ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।

মৃত্যু
১৪৪৮ : মিশরীয় আইনবিদ ও পণ্ডিত ইবনে হাজার আল-আসকালানি।
১৯৭০ : ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক নোবেলজয়ী সাহিত্যিক বারট্রান্ড রাসেল।
১৯৮৮ : বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের পটুয়া কামরুল হাসান।

পটুয়া কামরুল হাসান
বাংলাদেশের অগ্রগণ্য চিত্রশিল্পী কামরুল হাসান। তিনি ‘পটুয়া’ নামেই বেশি পরিচিত। জাতীয় পতাকা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ ব্যাংকসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু নকশায় তার অবদান রয়েছে। নকশাগুলোতে তিনি চিরায়ত বাংলার রূপকে প্রাধান্য দিয়েছিলেন। ১৯৭১ সালে ইয়াহিয়ার দানবমূর্তিসংবলিত পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ এঁকে তিনি খ্যাতি অর্জন করেন।

জন্মগ্রহণ করেন ১৯২১ সালের ২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানের কালনা থানার নারেঙ্গা গ্রামে। বাবা মুহাম্মদ হাসিম ছিলেন একটি স্থানীয় কবরস্থানের তত্ত্বাবধায়ক।

কামরুল হাসান কলকাতা মডেল এমই স্কুল, কলকাতা মাদ্রাসা এবং পরবর্তীকালে কলকাতা ইন্সটিটিউট অফ আর্টসে অধ্যয়ন করেন। তিনি ১৯৪৭ সালে ফাইন আর্টসে পাস করেন। ভৌত অনুশীলনে খুব কৌতূহলী ছিলেন এবং একটি ভৌত অনুশীলন প্রতিযোগিতায় ১৯৪৫ সালে বেঙ্গল চ্যাম্পিয়ন হন।

ভারত বিভাগের পর কামরুল হাসান পরিবারসহ ঢাকায় আসেন। ১৯৪৮ সালে জয়নুল আবেদীনের সঙ্গে একত্রে তিনি গভর্নমেন্ট ইন্সটিটিউট অফ ফাইন আর্টস (বর্তমানে ইন্সটিটিউট অফ ফাইন আর্টস) প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৯৬৯ সালে আইয়ূব খানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের তথ্য ও রেডিও এর কলা বিভাগের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সেসময়কার জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে তার আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটি খুব বিখ্যাত। কামরুল হাসান ১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে শিবনারায়ণ দাশ কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ দেন। এছাড়াও করেছেন বাংলাদেশ বিমান, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতীক অঙ্কন। বাংলাদেশের সংবিধানের কভার ডিজাইনও তিনি করেছেন। নকশাগুলোতে তিনি চিরায়ত বাংলার রূপ প্রাধান্য দিয়েছিলেন।

তিনি ১৯৪৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ঢাকা চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন এবং ১৯৬০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে-বিদেশে তিনি বহু একক এবং যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং ভূষিত হন অসংখ্য পুরষ্কারে। প্রেসিডেন্ট’স গোল্ড মেডেল (১৯৬৫) স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯) বাংলাদেশ চারু শিল্পী সংসদ সম্মাননা (১৯৮৪) বাংলা একাডেমীর ফেলো (১৯৮৫) তার মধ্যে অন্যতম। লিটলম্যাগ ‘মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা’র অধিকাংশ সংখ্যা তাঁর স্কেচে প্রকাশিত হতো। সম্পাদকের মৃত্যুর পর পত্রিকার সব প্রচ্ছদ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

১৯৮৮ সালে ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসবের বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন শিল্পাচার্য কামরুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com