1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ৪ মার্চ

  • সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৬৩তম (অধিবর্ষে ৬৪তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯৫১ : নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।
১৯৭১ : ‘রেডিও পাকিস্তান ঢাকা’র পরিবর্তে ‘ঢাকা বেতার কেন্দ্র’ নামকরণ করা হয়।
১৯৭২ : স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও একশত টাকার নোট চালু।
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা।
১৯৭৪ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কাতার।

জন্ম
১৮৫৬ : তরু দত্ত, বিদুষী কবি।
১৯৩২ : মিরিয়াম মাকেবা, গ্র্যামি পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা।

মৃত্যু
১৯৬৩ : মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামস।
১৯৭৮ : সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন।
১৯৮৩ : অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়।
২০১১ : নেদারল্যান্ডসের নোবেলজয়ী চিকিৎসক সাইমন ভ্যান ডের মীর।
২০১৬ : প্রখ্যাত বাঙালি ভাষাবিদ অধ্যাপক নির্মল দাশ।

আবুল কালাম শামসুদ্দীন
আবুল কালাম শামসুদ্দীন ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। জন্মগ্রহণ করেন ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে ‘উপাধি’ পরীক্ষা পাস করেন।

সাংবাদিকতার শুরু ১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে। পরে তিনি সাপ্তাহিক মোসলেম জগৎ, দি মুসলমান, দৈনিক সোলতান প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন। ১৯৩৬ সালে দৈনিক আজাদে যোগদান করে তিনি ১৯৪০-৬২ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বাংলা ভাষার দাবি সংক্রান্ত সম্পাদকীয় প্রকাশ করতেন নিয়মিত। ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে প্রথমবার যে শহীদ মিনার নির্মিত হয়েছিল, তিনি সেটির উদ্বোধন করেছিলেন। তিনি বাংলা একাডেমি ও একুশে পদকসহ বেশকিছু পুরস্কারে ভূষিত হন।

আবুল কালাম রচিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে কচিপাতা, অনাবাদী জমি, ত্রিস্রোতা, খরতরঙ্গ, ইলিয়ড, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতি ইত্যাদি।

তিনি পাকিস্তান সরকারের সিতারা-ই-খিদমত (১৯৬১), সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬৭) খেতাব পেয়েছিলেন। তবে ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় তিনি সরকারি দমননীতির প্রতিবাদে উভয় খেতাব বর্জন করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০) এবং একুশে পদক (১৯৭৬) লাভ করেন।

আবুল কালাম শামসুদ্দীন ১৯৭৮ সালের ৪ মার্চ মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com