1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ৫ মার্চ

  • সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৬৪তম (অধিবর্ষে ৬৫তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮২২ : ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

জন্ম
১৯১৮ : জেমস টোবিন, নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
১৯২৮ : শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
১৯৩৪ : ড্যানিয়েল কানেমান, নোবেলবিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ।
১৯৩৯ : দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি লেখক।

মৃত্যু
১৮১৫ : ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানজ ম্যাসমের।
১৯৫৩ : সোভিয়েত ইউনিয়নের নেতা ও হিটলার বধের নায়ক জোসেফ স্টালিন।
১৯৬১ : নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৯৬৬ : রুশ মহিলা কবি আন্না আখমা তোভা।
১৯৬৭ : ইরানি রাজনৈতিক বিজ্ঞানী ও ৬০তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক।
১৯৭৩ : বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত।
২০১৬ : মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসন।

অমূল্যকুমার দাশগুপ্ত
অমূল্যকুমার দাশগুপ্ত ছিলেন লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদ। বর্তমান সময়ের পাঠকের কাছে অমূল্যকুমার দাশগুপ্ত খুব একটা পরিচিত নাম নয়। তবে ‘সম্বুদ্ধ’ নামে তাকে অনেকেই চেনে। এ নামেই লেখালেখি করতেন তিনি। মূলত শিশুদের জন্যেই লিখতেন।

জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ১৫ অক্টোবর বরিশাল জেলার নান্দিকাঠি থানার কুলকাঠি গ্রামে। পড়াশোনা করেছেন বরিশাল ও কলকাতায়।

অমূল্যকুমার দাশগুপ্ত আনন্দবাজার পত্রিকা এবং শনিবারের চিঠির সহ সম্পাদকের দায়িত্বও পালন করেন। কর্ম জীবনে কিছুদিন সাংবাদিকতা করলেও শিক্ষকতার পেশাতেই কেটেছে তার জীবনের বেশির ভাগ সময়। তিনি বিভিন্ন মেয়াদে বরিশাল বি.এম কলেজ, দৌলতপুর বি.এল কলেজ, ফরিদপুর রামাদিয়া কলেজ, পাবনা এডোয়ার্ড কলেজ ও কাঁথি পি.কে কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেন। তিনি অনুশীলন দলের একজন সক্রিয় সদস্য হিসেবে ব্রিটিশবিরোধী সহিংস আন্দোলনে যোগদান করেন এবং কারাবরণ করেন।

শিকার কাহিনী লেখায় পারদর্শী ছিলেন অমূল্যকুমার দাশগুপ্ত। তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে ডায়লেকটিক, শিকার কাহিনী, বাঘ-সাপ-ভূত, ছেলে-ধরা জয়ন্ত (গোয়েন্দা কাহিনী) ইত্যাদি উল্লেখযোগ্য।

অমূল্যকুমার দাশগুপ্ত ১৯৭৩ সালের ৫ মার্চ পশ্চিমবঙ্গের কাঁথিতে মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com