বাঙ্গলা ভাষা ও সাহিত্যের প্রথম ইতিহাসসহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক পণ্ডিত রামগতি ন্যায়রত্ন এর জন্মদিন
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ১৮৫তম (অধিবর্ষে ১৮৬তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।
১৭৭৬ : আমেরিকা স্বাধীনতা লাভ করে।
১৮২৭ : নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।
১৮২৯ : লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৮৬ : ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়।
২০০১ : মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮৩১ : পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্যের প্রথম ইতিহাসসহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক।
১৮৭২ : ক্যালভিন কুলিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি।
১৮২৬ : জন এডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৮২৬ : টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।
১৮৩১ : জেমস মনরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
১৯০২ : স্বামী বিবেকানন্দ, আধুনিক ভারতের স্রষ্টা, লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক।
১৯৩৪ : মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
প্রাথমিক ও আধুিনককালের বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। জন্মগ্রহণ করেন ১৮৩১ সালের ৪ জুলাই হুগলি জেলার অন্তর্গত ইলছােবা গ্রামে। বাবার নাম হলধর চূড়ামণি।
রামগতি দশ বছর বয়স পর্যন্ত স্থানীয় পাঠশালায় শিক্ষালাভ করেন। ১৮৪৪ খ্রিষ্টাব্দে তিনি কলিকাতা সংস্কৃত কলেজে প্রবেশ করেন। সেসময় সংস্কৃত কলেজে তার মতো মেধাবী ছাত্র খুব কমই ছিল।
১৮৫২-৫৫ খ্রিষ্টাব্দের শিক্ষা-বিষয়ক সরকারি রিপাের্ট পাঠে জানা যায়, ১৮৫৪ ও ১৮৫৫ খ্রিষ্টাব্দে তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা দিয়ে রামগতি প্রতিবারই ১৬ টাকা সিনিয়র-বৃত্তি পুনরায় লাভ করেন।
ন্যায়রত্ন চাকরি জীবনে শিক্ষাদান-ব্রত গ্রহণ করেন। হুগলী নর্মাল স্কুল, গুরু ট্রেনিং স্কুল, বহরমপুর কলেজেও তিনি শিক্ষকতা করেন। অবসর গ্রহণ করেন ১৮৯১ সালে।
রামগতি ন্যায়রত্ন রচিত প্রকাশনার মধ্যে রয়েছে বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব, অন্ধকূপ হত্যার ইতিহাস, বাঙ্গালা ইতিহাস, বাঙ্গালা ব্যাকরণ, ঋজুব্যাখ্যা, দময়ন্তী, ভারতবর্ষের সংক্ষিত ইতিহাস, গোষ্ঠীকথা, রোমাবতী, ইলছোবা ইত্যাদি।
১৮৭৩ খ্রিষ্টাব্দে ‘বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্যবিষয়ক প্রস্তাব’ বাংলা সাহিত্যের বিবরণ সংবলিত ভাষাবিষয়ক প্রথম ইতিহাস গ্রন্থ। এ গ্রন্থটিতে বাংলা সাহিত্যের মধ্যযুগ ও উনিশ শতকের সাহিত্য সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়।
রামগতি ন্যায়রত্ন ১৮৯৪ সালের ৯ অক্টোবর তারিখে চুঁচুড়ায় মৃত্যুবরণ করেন।
সূত্র: সংগৃহীত