১৯৭৫ : পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে।
১৮৫৩ : অ্যালব্রেচ্ট কোসেল, জার্মান প্রাণরসায়নবিজ্ঞানী এবং জিনতত্ত্ব অধ্যয়নের অন্যতম পথিকৃৎ।
১৮৮৮ : ফ্রান্স ঈমিল সিল্লানপা, নোবেলজয়ী ফিনিশ লেখক।
১৮৯৩ : আলবার্ট সযেন্ট-গায়র্গী, নোবেলজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নবিদ।
১৯১৬ : এম এস শুভলক্ষ্মী, ভারত রত্নে সম্মানিত কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট সংগীত শিল্পী।
১৭৩৬ : পোলিশ ডাচ পদার্থবিদ, প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট।
১৮৭৫ : ব্রাহ্মসমাজের কর্মকর্তা ও বাঙালি লেখক আনন্দচন্দ্র বেদান্তবাগীশ।
১৯৩২ : নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রস।
বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস
১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজন দিবস। ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর এদিনটিতে আন্তর্জাতিক ওজন দিবস পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হয়ে আসছে। ওজন দিবসে এবারের প্রতিপাদ্য ‘মন্ট্রিল প্রটোকল মেনে ওজন স্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি।’
দিবসটি উপলক্ষে এবছর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘ওজন স্তরের সুরক্ষায় সিএফসি গ্যাসনির্ভর শীতলীকরণ যন্ত্রের ব্যবহার কমাতে জনগণকে সচেতন করা খুবই জরুরি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি কভিড-১৯ করোনাভাইরাস মহামারী বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করলেও বায়ুদূষণ কমানোর মাধ্যমে ওজন স্তর পুনর্গঠনে সহায়ক হয়েছে।
সার্বিক প্রেক্ষাপটে, বায়ুমণ্ডলীয় ওজন ক্ষয়কারী মানবসৃষ্ট দ্রব্যগুলোর উৎপাদন ও ব্যবহার রোধ এবং সেই সঙ্গে অত্যাধুনিক বিকল্প প্রযুক্তির সন্নিবেশ করলেই পৃথিবীর জীববৈচিত্র্যকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় জানায়, বিশ্ব ওজন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এদিন একটি সেমিনারের আয়োজন করে। এছাড়া দিবসটি উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষয়ের জন্যে দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্যে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।
সূত্র : সংগৃহীত
নতুন মন্তব্য