প্রকৃত অর্থে জ্ঞান লাভ এবং বিশ্বকে আরো ভালভাবে জানার জন্যে বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে আপনার এবং কোয়ান্টামের দৃষ্টিভঙ্গি কী? নাকি কোয়ান্টাম সারাজীবন দেশে থাকাকেই প্রাধান্য দেয়?
উত্তর :
যেখানে বিদেশিরা এখানে কাজ করতে আসছে, সেখানে আপনি কেন বিদেশে যাবেন?
আসলে এক হচ্ছে যে, বিদেশে থাকাটা তো useless. এবং ১০ বছর পরে বিদেশ থেকে লোক এখানে আসবে থাকার জন্যে।
এখনই তো বিদেশিরা এখানে কাজ করতে আসছে না? তাহলে?
যেখানে বিদেশিরা এখানে কাজ করতে আসছে, সেখানে আপনি কেন বিদেশে যাবেন? আপনার মেধা নিয়ে!তৃতীয় শ্রেণির নাগরিক হওয়ার জন্যে!
দেশে যদি কাজের অভাব থাকত,তাহলে কি বিদেশিরা এখানে আসত কাজ করতে?
তো অতএব থাকার জন্যে দেশ, সেবার জন্যে দেশ, কাজের জন্যে দেশ।
যদি স্পেশালাইজড জ্ঞান অর্জন করতে চান, তাহলে যাবেন
হাঁ,আপনি যদি স্পেশালাইজড জ্ঞান অর্জন করতে চান, হাঁ যে অমুক জায়গায় স্পেশালাইজড জ্ঞান আছে, সেটা আপনি যাবেন।
কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে আপনি কী করবেন বিদেশে! কী স্পেশালাইজড নলেজ করবেন আপনি!
ওখানে গিয়ে দেখা যায় যে কোর্স ফি-র ট্যাক্স দিতে আবার লোন করতে হচ্ছে
কারণ বিদেশে পড়াশোনা করা যায় না যদি ফুল স্কলারশিপ না হয়। ফুল মানে টোটাল। ওখানে কিন্তু কোর্স ফি-র ওপর আবার ভ্যাটও আছে, ট্যাক্স আছে। ওই ট্যাক্সটার কথা বলা হয় না।
ওখানে গিয়ে যখন শোনে তখন দেখা যায় যে ওই ট্যাক্স দিতে গিয়ে তার আবার লোন করতে হচ্ছে।
তো অতএব মানে কখনও এই ফাঁদে পা দেবেন না আরকি।
কোনো ক্ষেত্রে প্রাইমারি নলেজ নেয়ার জন্যে বা মিডিয়াম নলেজ নেয়ার জন্যেও বিদেশে যাওয়ার দরকার নাই
ইন্টারমিডিয়েটের পর কী জ্ঞান অর্জন করবেন আপনি?
বলে যে আইসিটি!
আরে আইসিটি আপনি এখন যা পড়বেন, পড়া শেষ করতে করতে আইসিটি আরও ১০ বছর এগিয়ে যাবে আরকি। কারণ টেক্সট বুকে যা আসে একটা নলেজ একোয়ার্ড হওয়ার পরে টেক্সট বুকে আসতে আসতে এটা ১০ বছর সময় লেগে যায়। টেক্সট বুক হচ্ছে সবসময় ১০ বছরের পেছনে আরকি।
অতএব কোনো ক্ষেত্রে প্রাইমারি নলেজ নেয়ার জন্যে বা মিডিয়াম নলেজ নেয়ার জন্যেও বিদেশে যাওয়ার দরকার নাই।
পণ একটাই থাকবে যে নলেজ নিয়ে ফিরে আসা, ওখানে থেকে যাওয়া না
হাঁ স্পেশালাইজড কোনো নলেজ যদি থাকে সেটার জন্যে আপনি বিদেশে যেতে পারেন। এবং পণ একটাই থাকবে যে নলেজ নিয়ে ফিরে আসা।
ওখানে থেকে যাওয়া না। নলেজ নিয়ে ফিরে আসতে হবে আপনাকে।
[শিক্ষার্থী অন্বেষায়ন, ০৩ জানুয়ারি, ২০২০ থেকে ০৭ জানুয়ারি, ২০২০]