২০১৭ সাল থেকেই ‘ব্যাটসম্যান’ শব্দটি বাদ দেওয়ার কথা উঠলেও প্রায় চার বছর পর ২০২১ সালে এসে অবশেষে এমসিসি শব্দটি পরিবর্তন করে জেন্ডার-নিরপেক্ষ ‘ব্যাটার’ শব্দটি প্রচলনে আইন প্রণয়ন করে।
ইতোমধ্যেই ক্রিকেটের বিভিন্ন জায়গায় ‘ব্যাটার’ শব্দটি ব্যবহার করা হচ্ছে। এমসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে ‘ব্যাটার’ ব্যবহারের প্রতিফলন এ আইনের পরিবর্তন। ক্রিকেটের আইনে ‘বোলার’ ও ‘ফিল্ডার’ শব্দের সাথে ‘ব্যাটার’ ব্যবহার করাটা উন্নতির ফল।
২০১৭ সালের নারী বিশ্বকাপ জয়ী স্পিনার হোবার্ট হাটলেও শব্দটি বাদ দেয়ার পক্ষে ছিলেন। এছাড়া সাবেক এই স্পিনার ‘ব্যাটার’ শব্দটি ছাড়াও ‘নাইট ওয়াচম্যান’ শব্দের পরিবর্তে ‘নাইটওয়াচার’ ও ‘থার্ডম্যান’ শব্দের পরিবর্তে শুধু ‘থার্ড’ ব্যবহার করার কথা জানান।
সূত্র : সমকাল (২২ সেপ্টেম্বর, ২০২১০)