অস্ট্রেলিয়ার জারি করা গ্রেফতারি পরোয়ানায় নেদারল্যান্ডসের পুলিশ বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক অপরাধী দলের প্রধান সে চি লপকে গ্রেফতার করেছে।
চীনে জন্ম নেওয়া কানাডার নাগরিক সে চি লপ এশিয়াজুড়ে ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী ‘দ্যা কোম্পানির’ প্রধান হিসেবে পরিচিত।দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান।
৫৬ বছর বয়সী সে-চিলপ মেক্সিকোর মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের সঙ্গে তুলনা করা হয়।
বিসিবির বরাত দিয়ে জানা যায় ‘মোস্ট ওয়ান্টেড’ এই ফেরারি আসামিকে আমস্টার্ডামের শিপোল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
অস্ট্রেলিয়ার পুলিশ এক দশকের বেশি সময় ধরে সে-কে অনুসরণ করছিল। এখন বিচারের মুখোমুখি করতে তার প্রত্যর্পণ চাইবে দেশটি।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের বিশ্বাস, তাদের দেশে প্রবেশ করা সব ধরনের অবৈধ মাদকের ৭০ শতাংশের জন্য দায়ী দ্য কোম্পানি, যা ‘স্যাম গোর সিন্ডিকেট’ নামেও পরিচিতি।