1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ছাড়াল

  • সময় মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৫ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৭৭ লাখ। মহামারিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ৯২৪।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭৭ লাখ ১৩ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮ হাজার ৯২৪ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৯৪৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ২৬ হাজার ৭৭২ জন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com