২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হচ্ছে গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ দলের অন্যতম সদস্য হিসেবে ২৭ নভেম্বর কাতারের উদ্দেশ্যে যাত্রা করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মারমা ।
দেশে গণিত শেখানো ও এ বিষয়ক প্রতিযোগিতার আয়োজনকারী প্রতিষ্ঠান ‘বাংলার ম্যাথ’। এ সংস্থাটি অনলাইন পরীক্ষার মাধ্যমে আঞ্চলিক প্রতিযোগীদের জাতীয় পর্বের জন্যে বাছাই করে। এতে নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিকের জন্যে পুন:বাছাই করে সাউথইস্ট ইউনিভার্সিটি। এ পর্বে সুযোগ পায় উছাইওয়াং মারমা। এরপর পুনরায় চার দিনব্যাপী অ্যালজেব্রা, কম্বিনেটরিক্স, জিওমেট্রি, নাম্বার থিওরি—এ চারটি বিষয়ের ওপর পরীক্ষার মাধ্যমে ফাইনালের জন্যে তাকে নির্বাচন করা হয়।
এবছরই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কোয়ান্টারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। এতে জাতীয় পর্বে বিজয়ী হয় চারজন কোয়ান্টা। পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় কোয়ান্টা উছাইওয়াং মারমা। উল্লেখ্য, ২০১৬ সালে কোয়ান্টাম সে কসমো স্কুল এন্ড কলেজে শিশু শ্রেণিতে ভর্তি হয়।