আপনার অশান্তির কারণ কী? অনেক সময় যেটা হয় যে, আপনার অশান্তির কারন আপনি নিজে।
আমাকে তো কেউ অশান্ত করতে পারে না। আমার শান্তি কেউ কেড়ে নিতে পারে না।
আমাকে যত সমালোচনা করেন, যত গালিগালাজ করেন, যত বকাবকি করেন আই উইল এনজয় ইট।
বরং আমার শান্তি তাতে আরো বেড়ে যাবে। কেউ যদি খুব ভালো করে গালি দিতে পারে, আমি তাকে প্রশংসা করি।
একবার আমাদেরই এক বন্ধু একটা বিরাট রিপোর্ট লিখল আমার বিরুদ্ধে। যে-কোনো কারণে হোক আমার ওপরে তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন। রাগ করেছিলেন।
তো আমি রিপোর্টটা দেখলাম। দেখে আমি রেখে দিলাম।
কিন্তু তার ঘুম নাই। রিপোর্ট পড়ে আমি কেন রি-অ্যাক্ট করছি না।
এবং শেষ পর্যন্ত আমি এক জায়গায় গিয়েছি। ওখানে ওনার সাথে দেখা।
আমাকে দেখে বলে যে, “দোস্ত তোমার মানে এই রিপোর্ট দেখ নাই?”
আমি বললাম, দেখেছি।
বলে যে, কেমন হয়েছে?
আমি হাসলাম।
আমি বললাম যে, আমার জীবনে এত দুর্বল রিপোর্ট আমার বিরুদ্ধে আমি দেখি নাই। আরে আমাকে তো বললে পারতে আমি আরো কিছু পয়েন্ট দিয়ে দিতাম। যে এই পয়েন্টে লেখ, এই পয়েন্টে লেখ, এই পয়েন্টে লেখ।
তো এখন কিন্তু আমাদেরকে যে কাউকে একটা গালি দিলে সাধারণ মানুষ কী হচ্ছে? একটা বকা দিলে সে উত্তেজিত হয়ে যায়। বকাটা সে নিয়ে ফেলে নিজের মধ্যে।
কিন্তু আমরা তো বকা দিলে নেই না এখন আর। বকা দিলে হাসি। তার মতলব বুঝে ফেলি। এবং মনে মনে ভাবি আমার শান্তি নষ্ট করতে চাচ্ছ; না আমরা শান্তি নষ্ট করতে দেবো না।
[মিডিয়া সেল প্রোগ্রাম, ০৬ সেপ্টেম্বর, ২০১৬]