1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ,গ্রেপ্তার ৩ জন

  • সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৯৯০ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার(১৭ এপ্রিল) সকালে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩), সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)। আটককৃত, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা উপজেলা আ.লীগের অনুসারী হিসেবে পরিচিত।স্থানীয় সূত্রে জানা যায়,
বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন শনিবার সকাল ১০টায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে তা পরে বলা যাবে বলে তিনি বিবৃতি দেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com