1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে স্টাইল ক্র্যাফট নামের কারখানার শ্রমিকদের বিক্ষোভ

  • সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১২৯২ বার দেখা হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় আজ বুধবার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। শ্রমিকেরা জুন মাসের বেতন এবং কর্মীরা সাত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবরোধ করেছেন।

পুলিশ, কারখানার শ্রমিক ও কর্মীরা বলেন, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় চার হাজার জন কাজ করেন। তাঁদের মধ্যে ৭০০ জন কর্মী। কয়েক বছর ধরে কারখানাটিতে বেতন অনিয়মিত। এভাবে কর্মীদের চলতি বছরের তিন মাসের এবং এর আগের দুই বছরের চার মাসের বেতন বকেয়া আছে। গত রোজার ঈদের আগেও আন্দোলন করে বেতন ও বোনাস নিতে হয়েছে কারখানার শ্রমিক-কর্মীদের।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com